হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ৪৫-তম আন্তর্জাতিক বইমেলার আজ তৃতীয় দিন ৷ ২৮-শে মার্চ এই বইমেলার শুভ উদ্বোধন করেন এ রাজ্যের মূখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জী ৷
যথারীতি ১-লা মার্চ থেকে জন সাধারণের জন্য শুরু হয়েছে আন্তর্জাতিক বইমেলা ৷
আন্তর্জাতিক কভিড প্রোটকল মেনেই গীল্ড বইমেলার আয়োজন করেছে ৷
তবে এবারের বিশেষ আকর্ষণ ইরান দেশের স্টল ৷ গত দুদিন ইরানের স্টলে বিভিন্ন মানুষের উপস্থিতি ভালোই ছিল এবং সাধারনের মনে একটি উচ্ছাস দেখা গেছে ৷
পূর্ব থেকে মানুষের মধ্যে ইরান দেশ হিসাবে ভালো একটি ধারনা বিদ্যমান আছে এবং ইরানের উপস্থিতি বিশেষ আকর্ষণও সৃষ্টি করেছে ৷
গতকাল স্টলে এসেছিলেন অল-ইন্ডিয়া রেড়িও পক্ষ্য হতে এক মহিলা সাংবাদি, স্টলের প্রতিনিধির একটি সাক্ষাৎকারও নেন এবং উক্ত সাক্ষাৎকারটি সম্প্রচার হবে আগামী ৫-ই মার্চ সকাল ১১-০০টা থেকে ১২-০০টার একটি বিশেষ অনুষ্টানে ৷ আপনারা গীতাঞ্জলী চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন ৷
এছাড়া ইরানের স্টলে গতকাল এসেছিলেন ..কাদিয়ানী আহমদিয়া জামাত থেকে বিশেষ প্রতিনিধি, আরো এসেছিলেন ফুরফুরা হুগলী থেকে পীর সিদ্দিক পরিবার থেকে জনাব সৌদ সিদ্দিকি সাহেব ও তার ভাই , যিনি ভাঙড় এলাকার বিধায়ক জনাব নৌসাদ সিদ্দিকি সাহেব ৷
জন মানষে বিশেষ আগ্রহ উদ্দিপনার মাঝে কাটছে বইমেলা, .....
আর রেনেসা পাবলিশারের পক্ষ্যে থেকে উপস্থিত হয়েছেন জনাব মুস্তাক আহমদ ৷
আপনারা ইরানের স্টলে উপস্থিত হয়ে বইপত্র পত্রিকা কিনুন এতে তারা বিশেষ ভাবে উৎসাহ পাবে ৷